সভার কার্য বিবরনী
১নং বনগ্রাম ইউনিয়ন পরিষদ
সভাপতি : জনাব মো:হাবিবুর রহমান ,চেয়ারম্যান
তারিখ : ১০ নভেম্বর ২০১৩ খ্রি:
সময় : সকাল ১১.০০ (এগার) ঘটিকা ।
উপস্হিত সদস্যগনের নাম ও সিদ্ধান্ত
১। জনাব আ:কুদ্দুছ
২। জনাব মো:গোলাপ মিয়া
৩।জনাব ওমর ফারুক সোহাগ
৪। জনাব মো:বুলবুল মিয়া
৫। জনাব জালাল উদ্দিন
৬। জনাব হালিমা ইসলাম
৭। মাহমুদা আক্তার
সভাপতি সাহেব উপস্হিত সকলকে স্বাগত জানিয়ে সভার শুভ সূচনা করেন ।
বিগত সভার কার্য বিবরনী পাঠান্তে কোন সংশোধনী ছাড়াই সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয় ।
০২ । আলোচ্যসূচী : স্হাবর সম্পত্তি হস্তান্তর করে অর্থ দ্বারা বাস্তবায়নের নিমিত্তে প্রকল্প গ্রহন ।
আলোচনা : সভাপতি সভার প্রারম্ভে “স্হাবর সম্পত্তি হস্তান্তর (১%) ”খাত হতে ৪,০৮,১৩০/= টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে ; উক্ত অর্থ স্যানিটেশন খাতে খরচ করার জন্য উদ্র্ধতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনা রয়েছে বলে সভাকে অবহিত করলে সুদীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় ।
সিদ্ধান্ত : বিষদ আলোচনান্তে সবূসম্মতি ক্রমে বরাদ্দ কৃত অর্থের বিপরীতে নিম্ন বর্নিত প্রকল্প সমূহ বাছাই করা হয় ।
০১। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্যানিটারী ল্যাট্রিন সরবরাহ ।
০২। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্যানিটারী ল্যাট্রিনে সংযোগের জন্য ২০০০(দুই হাজার) টি সাইফুন সরবরাহ ।
বাস্তবায়নে : সভাপতি
আলোচ্যসূচী : প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন ।
আলোচনা : সভাপতি সাহেব ২নং আলোচ্যসূচীতে গৃহীত প্রকল্প সমূহ বাস্তবায়নের জন্য , প্রতিটি প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ১,০০,০০০ /= টাকা নির্ধারন করে ৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের জন্য আহব্বান জানালে বিস্তারত আলোচনা অনুষ্ঠিত হয় ।
সিদ্ধান্ত : বিশদ আলোচনা ক্রমে সর্বসম্মতি ক্রমে নিম্ন বর্নিত প্রকল্প বান্তবায়ন কমিটি সমূহ গঠন করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস